বীকন আইটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র রমযান উপলক্ষে সকল ফ্রিল্যান্সিং ও আইটি প্রফেশনাল কোর্স সমূহে সর্বোচ্চ ৫০% ছাড়ে ভর্তি চলছে।
কোর্স সমূহঃ
ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন
ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও
ওয়েব ডিজাইন এন্ড ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট
এডভান্স ওয়েব ডেভেলপমেন্ট কোর্স অন পিএইচপই এন্ড লারাভেল ফ্রেমওয়ার্ক
এন্ড্রয়েড এপস ডেভেলপমেন্ট
অফিস ম্যানেজমেন্ট কোর্স
কোর্স মেয়াদ ৩ মাস।
সপ্তাহে ৩ দিন, ৩৬-৪০ ক্লাস।
কোর্স শেষে সার্টিফিকেট।
কোর্স শেষে সব সময় সাপোর্ট।
সন্ধ্যাকালীন ও শুক্রবারের স্পেশাল ব্যাচ
আগ্রহী হলে আজই ফ্রি রেজিস্ট্রেসশন করে নিনঃ t.ly/dT5I
বিস্তারিত জানতে মেসেজ করুনঃ m.me/beaconit
শিক্ষার্থীদের কাজের এক্টিভিটিস দেখতে বীকন আইটির অফিসিয়াল ফেসবুক পেজ ও গ্রুপ ভিজিট করুনঃ https://www.facebook.com/groups/beaconit.org
কোর্স শেষে শিক্ষার্থীদের কিছু ফ্রিল্যান্সিং কাজ দেখে নিনঃ
গতানুগতিক নাকি স্কীল ডেভেলপ করে বিকল্প ক্যারিয়ার?
অবসর সময়কে স্মার্টলি কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করে বিকল্প আয়ের ব্যবস্থা করুন।
Covid-19 এর প্রভাবে বর্তমানে চাকুরি বা ব্যবসায় চরম ব্যাঘাত ঘটেছে। আমরাও পূর্বের চেয়ে বেশি নির্ভরশীল হয়ে পড়েছি অনলাইন প্ল্যাটফর্মগুলোর উপর। দেশীয় ও আন্তর্জাতিক মার্কেটে অনলাইন ভিত্তিক কাজের পরিধি ও চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এমতাবস্থায় নিজেকে এগিয়ে রাখতে আইটি স্কীলের বিকল্প নেই। তাই এখুনি উপযুক্ত সময় অবসর সময়কে স্মার্টলি কাজে লাগিয়ে নিজের দক্ষতা বৃদ্ধি করে বিকল্প আয়ের ব্যবস্থা করার।
বীকন আইটি ২০০৮ সাল থেকে শুরু করে ১৩ বছর ধরে বাংলাদেশে ফ্রিল্যান্সিং/ আউটসোর্সিং সেক্টরে গুরুত্বপূরর্ণ অবদান রেখে আসছে। বীকন আইটি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং ইন্ডাস্ট্রিকে টার্গেট করে অনলাইন প্রফেশনাল হওয়ার উপযোগী আন্তর্জাতিক মানের আইটি প্রফেশনাল কোর্সগুলো করিয়ে থাকে। দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাধানে প্রশিক্ষণ ও সার্বক্ষণিক সাপোর্টের মাধ্যমে শিক্ষার্থীরা হয়ে উঠে একেকজন সফল ফ্রিল্যান্সার বা অনলাইন প্রফেশনাল। উল্লেখ্য যে, বীকন আইটি ইতিমধ্যে ইনহাউজ ট্রেনিং ছাড়াও বাংলাদেশ নেভী, বাংলাদেশ মিলিটারি একাডেমীসহ অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্ন করেছে।
ঠিকানাঃ
বীকন আইটি, বাড়ি ৮৩, রোড ৭, ও আর নিজাম রোড, সানমার ও ইউসিবিএল বাংকের পাশে, জিইসি, চট্টগ্রাম।
মোবাইলঃ ০১৮৬০৬০২০২০, ০১৭৯০০০৪৪৮৮
ওয়েবসাইটঃ https://www.beaconit.org