নতুনদের অনুপ্রেরণা দেয়ার জন্য মুলত লেখা আসা করি কিছুটা হলেও অনুপ্রাণিত হবেন ,সবাই পারলে আপনি কেন পারবেন না
২০১৯ সালের রমজানের শুরুর দিকে@BEACON ITতে ভর্তি হই, আমি এস এস সি পরীক্ষা দিয়ে সবে শহরে এসেছিলাম। এক বড় ভাইয়ের কথায় আমি বিকন আইটিতে যাই । গ্রাফিক্স ডিজাইন এ-র কোর্স টা করি। আমার মেন্টর@Shazzad hossainভাইয়ার প্রতি চির কৃতজ্ঞ ওনার হাত ধরেই আজকে আমার এ-ই আর্জন । ওনি আমাদের যতটুকু পারেন বুঝানোর চেষ্টা করেছিলেন। তাই ওনার প্রতি চির কৃতজ্ঞ থাকব। আসলে জিবনে সফল হতে গেলে একজন ভাল পথপ্রদর্শক বেশ জরুরী। যার সঠিক গাইডলাইন অনুসরণ করে আগানো অনেক সহজ। সঠিক গাইডলাইন অনুসরণ করতে পারলে আপনিও সফল হতে পারবেন ,
ইনসা আল্লাহ
ইউটিউব দেখে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারি , আর আমি উৎসাহিত হই ফ্রিল্যান্সিং করার জন্য। কারন অনেক ফ্রিল্যান্সারের ফ্রিল্যান্সার হবার গল্প পড়েছিলাম ।
ইউটিউব দেখে চেষ্টা করেছিলাম ,গ্রাফিক্স ডিজাইন শিখতে কিন্তু ব্যার্থ হলাম,কারন আমি একদম কিছুই জানতাম না, তাছাড়া আমার কাছে ছিল একটি ডুয়েল কোর এ-র লাপ্টপ যেটার হার্ডডিস্ক ৩২ জিবি ফটোশপ খুলতে ৬ ৭ মিনিট লাগত ।
তবুও ওইটা দিয়ে ৩ মাস মত কাজ চালাই নিছিলাম। পরে যখন @BEACON IT তে ভর্তি হই তখন আম্মুকে ফ্রিল্যান্সিং সম্পর্কে বুঝিয়ে ভাল একটা ল্যাপটপ নিই।
আমাদের টাকা পয়সা তেমন না থাকলেও যা চাই তাই পাই। কারন আমি আমি আমার পরিবারের সবার ছোট।
আমি ইলেকট্রিকাল এ-র কাজ করতাম বলেই আম্মু তেমন কিছু না ভেবে দিয়ে দিছেন, কারণ আম্মু আমার ইলেকট্রিক্যাল এ-র কাজ পছন্দ করেন না।
যাইহোক, শুরু টা আমার এমনি ছিল, এরপর আমাদের ক্লাস চলাকালীন সময়ে যেইদিন যেটা শিখতাম সেটা নিয়ে কন্টেস্ট করতাম, এতে আমার প্রেক্টিস ও হয়ে গেল সাথে মার্কেট সম্পর্কে কিছুটা ধারণা হয়ে গেল।
ক্লাস শেষ হবার পর আমি খুব বেশি সময় দিতাম কম্পিউটারে, অনেক সময় কম্পিউটার হাতে চালু থাকা অবস্তায় ঘুমিয়ে যেতাম, ম্যাচের ছেলেরা আবাক হয়ে যেত আমার কর্মকাণ্ড দেখে, প্রতিদিন নিয়মিত ৩, ৪ টায় ঘুমাতাম, আবার অনেক সময় সকালে ঘুমাতাম সারা রাত ল্যাপটপ নিয়ে বসে থেকে, কোন একটা কাজ পাব বলে, অনেক এভাবে ২, ৩ টা মত কন্টেস্ট জিতি,এর পর অনেক দিন যাবত কিছুই পাই নাই। পরে কিছুদিন আগে, ঘুর্ণীঝড় আম্পান এর সময় বায়ার রিকুয়েষ্ট থেকে একজন বায়ার মেসেজ দেয় এবং তিনি একটি অর্ডার দেন, সেইদিন ঘুমাইছিলাম পরে সকালে উটে দেখি আরও একটি অর্ডার, তখন থেকেই তাদের কাজ করে যাচ্ছি ২ জনে মিলে মোট ৬ টা অর্ডার দিল, সাথে কিছু টিপ
সবশেষে নতুনদের উদ্দেশ্যে একটাই কথা বলার আপনারা
প্রথমে কাজ না পেলে
ধৈর্য হারাবেন না,
হতাশ হবেন না ,
মনে রাখাবেন
ধৈর্যই সাফল্যের চাবিকাঠি
কিছু ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন,
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন,
Stay home , Stay safe
যদি কিছু বলার থাকে দয়া করে জানাবেন।
আমার জন্য একটু দোয়া করবেন
যাতে ভাল কিছু করতে পারি
এতক্ষন কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ
গ্রুপের ফখরুলের সব পোস্ট দেখতে নিচের লিংক ভিজিট করুনঃ
বিভিন্ন মার্কেটপ্লেসে কাজের কিছু স্ক্রীনশটঃ
THANK YOU FAKAR UDDIN BHAIYA FOR YOUR GREAT ACHIEVEMENT FROM BEACON IT AND SHARE US YOUR GOOD OPENION.