বীকন আইটিতে আপনাকে স্বাগতম
বিশ্বে আত্মনির্ভরশীল হওয়ার গতি অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কার্যক্রম এই আত্মনির্ভরশীল মানুষ তৈরির বিরাট সম্ভাবনা তৈরি করেছে। এতে ইন্টারনেট ভিত্তিক কাজের ক্ষেত্রেই মূলত সবাই আগ্রহী হয়ে উঠছে। ইন্টারনেটে প্রতিদিন প্রচুর কাজের টেন্ডার হয়, যেগুলো বাংলাদেশের সব বেকার মিলে করলেও শেষ হবে না। প্রতিদিনই বাড়ছে এসব কাজের পরিমাণ। বিভিন্ন কাজের জন্য নানা স্তরের শিক্ষা, দক্ষতা ও যোগ্যতার প্রয়োজন। বিশেষ করে সুনির্দিষ্ট একটি বিষয়ের উপর এক্সপার্ট হতে হবে। এই এক্সপার্টাইজ ডেভেলপ করার জন্য চট্টগ্রামে বীকন আইটি এক্ষেত্রে বড় ধরণের ভূমিকা রেখে যাচ্ছে। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই প্রতিষ্ঠান দীর্ঘ ১২ বছর ধরে আউটসোর্সিং ভিত্তিক বিভিন্ন প্রফেশনাল কোর্সের প্রশিক্ষণের মাধ্যমে বহু লোকের বেকারত্তের অবসান ঘটিয়েছেন। অসংখ্য বেকারের অর্থ উপার্জনের স্বর্ণ দুয়ার উন্মোচন করে চলেছে এই প্রতিষ্ঠান। প্রতি বছর শত শত লোকজনকে প্রশিক্ষন ও সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে আত্ম-নির্ভরশীল করে তুলেছে এই প্রতিষ্ঠানটি। বীকন আইটি দক্ষ ও অভিজ্ঞ প্রফেশনাল ফ্রিল্যান্সারদের মাধ্যমে প্রশিক্ষণ ও সাপোর্ট দিয়ে আসছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে যারা সিরিয়াস, তারা সবাই প্রশিক্ষণ শেষে অনলাইনে কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে। উল্লেখ্য যে, বীকন আইটি ইতিমধ্যে নিজেদের অফিসে প্রশিক্ষণের পাশাপাশি বাংলাদেশ মিলিটারি একাডেমী (বিএমএ), বাংলাদেশ নেভীসহ বেশ কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেও প্রশিক্ষণ দিয়েছে। দক্ষ ও অভিজ্ঞ প্রফেশনাল ট্রেইনার ও ফ্রিল্যান্সারদের সহযোগিতায় আপনিও হয়ে উঠুন একজন সফল অনলাইন প্রফেশনাল। ❑ শুধু প্রশিক্ষনই নয়, প্রশিক্ষণের পাশাপাশি সার্বিক সহযোগিতা দিয়ে আপনাকে সফল ফ্রীল্যান্সার হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য ।
কেন বীকন আইটি
প্রফেশনাল কোর্স
01
আমরা আপডেটেড সময়োপযোগী এবং আন্তর্জাতিক মানের সিলেবাসে শিক্ষার্থীদের ট্রেনিং দিয়ে থাকি।
প্রশিক্ষিত ট্রেইনার
02
আমাদের রয়েছে একঝাক তরুণ মার্কেটপ্লেসে অভিজ্ঞ ট্রেইনার।
বিশেষ যত্ন
03
আমরা দুর্বল শিক্ষার্থীদের বিশেষ যত্ন নিই এবং প্রয়োজনীয় অতিরিক্ত অনুশীলন সুবিধা দিয়ে থাকি।
জব নিচ্চয়তা
04
কোর্স শেষ করার পরে, আপনি স্থানীয় বা আন্তর্জাতিক বাজারে আইটি পেশাদার হিসাবে যোগ দিতে পারেন। নিশ্চিত হন যে বিআইটি আপনাকে চাকরি পেতে সহায়তা করবে।
দক্ষ টীম
05
বিকন আইটি-র অত্যন্ত দক্ষ এবং পেশাদার টীম রয়েছে।
স্ট্যান্ডার্ড কম্পিউটার ল্যাব
06
বীকন আইটি’র নিজস্ব কম্পিউটার ল্যাব,সম্পূর্ণ সি.সি. ক্যামেরা এবং ওয়াইফাই এর আওতাধীন।
সর্বনিম্ন ব্যয়
07
সাশ্রয়ী মুল্যে আপডেটেড সময়োপযোগী এবং আন্তর্জাতিক মানের কোর্স সরবরাহ করে।
বিল্ড-আপ ক্যারিয়ার
08
বীকন আইটি’র সাথে যুক্ত হয়ে ভাল একটি আইটি ক্যারিয়ার গঠন করুন।